Home / Bangla Movies Review / Alinagarer Golokdhadha আলিনগরের গোলকধাঁধা

Alinagarer Golokdhadha আলিনগরের গোলকধাঁধা

“সেইখানেতেই মাটির নীচে আলিনগরের ধন
সাবধান তাতে হাত বাড়ালেই সর্বনাশ ভীষণ “

বাংলার অজানা ইতিহাস যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে । কলকাতা ও তার আশপাশ জুড়ে সহস্র অজানা ইতিহাস যা চাপা পড়েছে মাটির নীচে, কিংবা প্রাচীন ঐতিহ্যের আড়ালে, কিংবা কোনো অট্টালিকার ভগ্নস্তূপে !

সাধারণত উপন্যাস থেকে সিনেমা হয়ে থাকে ।
তবে এক্ষেত্রে সেটি ব্যতিক্রম ! সিনেমা মুক্তির প্রায় একবছর পর উপন্যাস বার হয় ।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু । পরবর্তীতে ‘বুকফার্ম’ থেকে প্রকাশিত উপন্যাসটিও উনিই লেখেন ।
বইয়ের পাতা ও সিনেমা জুড়ে ছড়ার মাধ্যমে অজানা সব ইতিহাস চোখের সামনে তুলে ধরেছেন তিনি ।

লর্ড ক্যানিং এর স্ত্রী ‘লেডি ক্যানিং’ এর নামের সূত্র ধরেই যে বাংলায় ‘লেডিকেনি’
মিষ্টির আবির্ভাব তা আমার অজানা ছিলো ! কিংবা এই ব্যারাকপুরেই যে তার সমাধি রয়েছে সেটাই বা কে জানত ?

সমগ্র সিনেমা ও বই এর পাতা জুড়ে শুধুই ইতিহাস । কখনোই তা একঘেঁয়ে নয় । অত্যন্ত সুন্দর ছড়ার আকারে ধাঁধা বানিয়ে তার সাথে যুক্ত হয়েছে রহস্য, রোমাঞ্চ ও এডভেঞ্চার ।

সিনেমাটোগ্রাফি অনবদ্য । টানটান গল্প । এক মুহূর্তের জন্য দর্শকের থেকে সিনেমার বন্ধন বিচ্ছিন্ন হয়না । সায়ন্তন ঘোষাল এর পরিচালন দক্ষতার পরিচয় পাওয়া যায় । খুব সুন্দর ভাবে ইতিহাস, সংস্কৃতি, রহস্য ও অভিযানের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি ।

গল্পের নায়ক সোহমের চরিত্রে ‘অনির্বাণ ভট্টাচার্য’ একজন অত্যন্ত সুদক্ষ অভিনেতা ।
চরিত্রের সাথে তিনি অত্যন্ত সাবলীল ভাবে মিশে গেছেন । তার অভিনয় প্রশংসা নিষ্প্রয়োজন ।

বৃষ্টির চরিত্রে পার্ণো মিত্র মিষ্টি এবং যথাযত অভিনয় করেছেন । এবং কৌশিক সেন বরাবর ই একজন প্রতিভাবান অভিনেতা ।
সাক্ষী গোপাল এর চরিত্রে ‘পরাণ বন্দ্যোপাধ্যায়’ অসাধারণ । বাংলা সিনেমার আশীর্বাদ হয়েই থাকবেন তিনি । অভিনয় কৌশল থেকে বাচন ভঙ্গি সবকিছুতেই তিনি মন কাড়েন ।

গল্পের ভিলেন চরিত্রটি আমার অপছন্দের । আমিরচাঁদ চরিত্রটির সাথে সাথে অভিনয় কোনোটিই সেভাবে মনে দাগ কাটতে পারেনি ।
টিপিক্যাল বাংলা বা দক্ষিণী সিনেমার ভিলেন এর মতো লেগেছে । যা এতো সুন্দর একটি গল্পের সাথে বড্ড বেমানান ।

ছবির আবহসঙ্গীত ও যথাযত । দর্শককে ধরে রাখে প্রতিটি দৃশ্যের সাথে ।

গতবছর কলেজের বাৎসরিক পরীক্ষা চলাকালীন মুক্তি পাওয়ায় ‘অলিনগরের গোলকধাঁধা’ আমার থিয়েটার এ বসে দেখা হয়নি । অবশেষে অপেক্ষার অবসান, প্রায় একবছর পর ডিজিটাল মাধ্যমে আড্ডাটাইমস এ মুক্তি পেলো এ ছবি ।তাই আগে উপন্যাস পড়ে সিনেমা দেখার অভিজ্ঞতাটা বোধয় আরো সুন্দর হলো ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *